সিলেট সরকারি মদন মোহন কলেজে মহান বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

সিলেট সরকারি মদন মোহন কলেজে মহান বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট সরকারি মদন মোহন কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলন সহ শহিদদের স্মরণে সকাল ১০টায় কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় সংগীত এর মাধ্যমে দেশের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। পরে কলেজ প্রাঙ্গণে শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রদের সমন্বয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
বাংলা বিভাগের প্রধান হোসনে আরা কামালীর সভাপতিত্বে ও প্রভাষক উজ্জ্বল দাসের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাঁর ত্যাগ ও গৌরব উজ্জ্বল নেতৃত্ব জাতি কখনও ভুলবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু সহ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্নার শান্তি কামনা করেন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ সবর্বানী অর্জ্জুন, জয়ন্ত দাশ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পর্ষদ সম্পাদক লেঃ মোঃ মনিরুল ইসলামের। বক্তব্য রাখেন আব্দুল হামিদ, রজত কান্তি ভট্টাচার্য, ধ্রুবরাজ চৌধুরী, সম্পদ কুমার সরকার প্রমূখ। বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ সভাপতি মাহদুদুল হাসান সানি কলেজ শিক্ষার্থী মাহফুজ আহমেদ।
নৃত্য পরিবেশন করেন, অর্থনীতি ৪র্থ বর্ষের শিক্ষাথী পিউ দেব তুলি। সংগীত পরিবেশন করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলমের কন্যাদ্বয়-.জারিন রাফা আলম এবং জাইমা তিবা আলম। শরীরচর্চা শিক্ষকের কন্যা দেবস্মিতা দাস মেঘলা, কলেজে শিক্ষার্থী ক্যাডেট দীপান্বিতা পাল। শিল্পীদের সাথে তবলায় সহযোগিতা করেন, জ্যোর্তিময় ধর সৌরভ।
শহিদ সোলেমান এর চিঠি পাঠ করেন কলেজের সাবেক অফিস প্রধান অরিনন্দম দত্ত চন্দন।
দুপুর ১২ টায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শুরু হয় কুইজ প্রতিযোগিতা। এতে বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশ গ্রহণ পরিলক্ষিত হয়। তারপর ১৬ ডিসেম্বর উদযাপন পরিষদের উদ্যোগে প্রামাণ্যচিত্র প্রর্দশিত হয়। অনুষ্টানে বাংলা বিভাগের দেয়ালিকা ‘সঞ্চারী এবং বিএনসিসি মহিলা প্লাটুনের উদ্ধোগে দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়। বেলা ১ টায় রচনা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট