বর্ণাঢ্য আয়োজনে কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপিত

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

বর্ণাঢ্য আয়োজনে কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয় দিবস উদযাপিত

 




জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে বায়ান্নর ভাষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫২ বছর পূর্তি।


কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৫২তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


কুচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়,সকালে শিক্ষক শিক্ষার্থী, এস এম সি,অভিভাবক সকলের উপস্থিতিতে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ৪০নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন আহমদ।



সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট