৪৮ ঘন্টার অবরোধ সফলে সিলেটে বিএনপির মশাল মিছিল

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৩

৪৮ ঘন্টার অবরোধ সফলে সিলেটে বিএনপির মশাল মিছিল

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও খালেদা জিয়ার মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ডাকা ৪৮ ঘন্টার অবরোধের সমর্তনে মিফতাহ সিদ্দিকী’র নেতৃত্বে মশাল মিছিল করেছে সিলেট বিএনপি।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর রিকাবিবাজার এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে আলীয়া মাদ্রাসা এলাকায় শেষ হয়।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর নেতৃত্বে মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে মিফতাহ্ সিদ্দিকী বলেন, যতদিন পর্যন্ত এই স্বৈরাচারী সরকার পদত্যাগ না করবে, ততদিন আন্দোলন চলবে। গায়েবি মামলা ও নেতাকর্মীদের জেল বন্দী করে আন্দোলন ধমানো যাবেনা। দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অবরোধ পালন করছে। ইসির ঘোষিত এই অবৈধ তফশিলও মানুষ প্রত্যাখ্যান করেছে। অচিরেই এই সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট