সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় দম্পতি নিহত

প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৩

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ভারতীয় দম্পতি নিহত

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন।

শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভারতের শিলিগুড়ি এলাকার অসিম কুমার বিশ্বাস এবং কারিমপুর এলাকার ছবি বিশ্বাস। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।এ ঘটনায় আহত ব্যক্তি হলেন খুলনার ফুলবাড়ি এলাকার প্রাইভেটকারটির-চালক রফিকুল ইসলাম সজিব।
স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি দু’জন যাত্রী (ভারতীয় নাগরিক) নিয়ে খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসছিল। পথিমধ্যে সাতক্ষীরার তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টার সামনে পৌঁছালে বিপরীতগামী (খুলনাগামী) একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: সাইফুজ্জামান বলেন, নিহত ওই দু’জনকে মর্গে পাঠানো হয়েছে এবং আহত চালকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, অসিম বিশ্বাস খুলনা-মোংলা রেলনলাইন প্রকল্পের উপ-ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তারা দু’জন খুলনা থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাচ্ছিলেন। পথিমধ্যে তার দুর্ঘটনার শিকার হন।