যুবদল নেতা মামুন হাসানের তিন বছরের কারাদণ্ড

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

যুবদল নেতা মামুন হাসানের তিন বছরের কারাদণ্ড

Manual4 Ad Code

রাজধানীর মিরপুর থানায় দায়েরকৃত একটি রাজনৈতিক মামলায় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ বুধবার দুপুরে সিএমএম আদালত-৭ এর বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামুন হাসানের আইনজীবী খান মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, মামলাটির একতরফাভাবে রায় দিয়েছেন বিচারক। আমাদের সাফাই সাক্ষী এবং যুক্তিতর্কের কোনো সুযোগ দেয়া হয়নি।

মামুন হাসান জানিয়েছেন, শুধু বিএনপির রাজনীতি করার কারণে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৪২৬টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ১৬৯টি মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকার বিএনপিকে রাজপথে মোকাবিলা করতে না পেরে এখন একতরফাভাবে মামলার সাজা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে। তবে এভাবে সাজা দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঠেকাতে পারবে না।

Manual6 Ad Code


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code