আল কোরআন শিক্ষা পরিষদ সিলেটের প্রবাসী সংবর্ধনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

আল কোরআন শিক্ষা পরিষদ সিলেটের প্রবাসী সংবর্ধনা ও দোয়া মাহফিল

আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ইমিগ্রেশন এডভাইজার ও সমাজসেবী নজরুল হক এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৪ অক্টোবর বুধবার রাতে নগরীর দরগা মহল্লাস্থ আল কোরআন ওয়াসসুন্নাহ শিক্ষা কেন্দ্রের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী নজরুল হক।
আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অধ্যাপক ফরিদ আহমদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ছুহুল আহমদ, ক্বারী মাওলানা ইমরান আহমদ, মাওলানা সালমান আহমদ, হাফিজ মাওলানা জামাল আহমদ, হাফিজ মোশাররফ প্রমুখ। এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোস্তাকিম, ফজলে নূর, তাহছিন, সৈয়দা মারইয়াম, মাহিনা তাকবির।
দেশ জাতীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন শায়খুল কোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাগ্রন্থ আল কোরআন এর বাণী সর্বত্রে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। ইসলামের সু মহান বাণী আকড়ে ধরে সমাজের অশান্তী দূর করতে হবে। বক্তারা বলেন, প্রবাসীরা মহাগ্রন্থ আল কোরআন এর খেদমত, দেশের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। তেমনি একজন যুক্তরাজ্য প্রবাসী নজরুল হক। বক্তারা মহাগ্রন্থ আল কোরআন শিক্ষার কার্যক্রম অব্যাহত রাখতে সহযোগিতার মাধ্যমে প্রবাসীদের ভুমিকা রাখার আহবান জানান।