সিলেট সিতরিও কারাতে দো এসোসিয়েশনের অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাবের কারাতে বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৩

সিলেট সিতরিও কারাতে দো এসোসিয়েশনের অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাবের কারাতে বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত

গত ২৩ শে সেপ্টেম্বর রোজ শনিবার সিলেটের সাদারপাড়ায় অবস্থিত বল পার্ক ইনডোর মাঠে সিলেট সিতোরিও কারাতে দো এসোসিয়েশন”-(এস,এস,কে,এ ) এর অন্তর্ভুক্ত দ্য আইকনিক কারাতে একাডেমী, ফয়েজ একাডেমী অফ মার্শাল আর্টস এডুকেশন –ফেইম ও সায়েম কারাতে একাডেমীর প্রায় অর্ধ শতাধিক কারাতেকা এই পরীক্ষায় অংশ নেয়।
(এস,এস,কে,এ ) এর সভাপতি ও প্রধান পরীক্ষক সেন্সি ফয়জুর রহমান এর তত্ত্বাবধানে উক্ত কারাতে বেল্ট পরীক্ষায় অন্যান্য পরিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে সেন্সি সৈয়দ মোয়াজ্জম হুসেইন, সেন্সি মামুনুর রহমান এনাম, সেন্সি আব্দুস শাহিদ, সেন্সি শরিফ আহমেদ চৌধুরী, সেন্সি নুরুল হুসেইন, সেন্সি, আরিফ খাঁন মুক্তা, সেন্সি সায়েম আহমেদ, সেন্সি বিপ্লব আহমেদ, সৈয়দ ইসহাক রাহমান, সামিয়া, আল সাদিন সাদি, হামজা আসাদুল্লাহ, মাক্সুদ আহমেদ, সুবর্না বেগম প্রমুখ।

সিলেট সিতোরিও কারাতে দো এসোসিয়েশন- এর সভাপতি সেন্সি ফয়জুর রহমান ফয়েজ জানান একটি নির্দিষ্ট সময়ের পর শিক্ষার্থীদের বিভিন্ন বেল্টের কোর্স সম্পন্ন হলে এসোঃ এর অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাবের পরীক্ষার্থীদের নিয়ে একত্রে বড় পরিসরে বেল্ট পরীক্ষা নেওয়া হয়। এতে করে শিক্ষার্থীদের সাহস ও মনোবল বৃদ্ধি পায় যা তাঁর বাস্তব জিবনে অনেক কাজে দেয়। তাছাড়া নিয়মিত কারাতে চর্চার মাধ্যমে বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে । কারাতে খেলাকে আরো ও সমৃদ্ধিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট