বীর মুক্তিযোদ্ধা মুক্তাদির’র ২৬তম মৃত্যুবার্ষিকী আগামী ১৪ সেপ্টেম্বর

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩

বীর মুক্তিযোদ্ধা মুক্তাদির’র ২৬তম মৃত্যুবার্ষিকী আগামী ১৪ সেপ্টেম্বর

১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মেজর সি. আর দত্তের নেতৃত্বে ৪নং সেক্টরের একজন সক্রিয় বীর মুক্তিযোদ্ধা কদমতলীর বাসিন্দা মোহাম্মদ আব্দুল মুক্তাদির ( ম.আ. মুক্তাদির)’র ২৬তম মৃত্যুবার্ষিকী আগামী ১৪ সেপ্টেম্বর। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ম. আ মুক্তাদির স্মৃতি কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল, মরহুমের কবর জিয়ারত, ঐদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ২৬ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ফ্রি ডায়েবেটিক ও চক্ষু রোগ মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেওয়া হবে।

এতে সার্বিক সহযোগিতায় রয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন, আধুনিক চক্ষু হাসাপাতাল ও সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল। এতে সকলের উপস্থিতি কামনা করেন রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট