সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে আহত ৯

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

সিলেটে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে আহত ৯

সিলেট নগরীর মিরাবাজার এলাকায় বিরতি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জেনারেটর বিস্ফোরিত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জন ওই সিএনজি পাম্পের কর্মচারী বলে জানা গেছে। আর বাকি ৪জন পথচারী।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতরা হলেন হলেন- রিপন (৩৪), লুৎফুর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রাসিমল (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যে ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনের জেনারেটর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পড়ে। এসময় জেনারেটরটিতে আগুন ধরে যায়। এবং আশপাশে আগুন ছিটকে পড়ে। এতে ৯ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্তনে আনে।ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একসাথে কাজ করে একঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ বেলাল হোসেন বলেন, পাম্পের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিলো। প্রাথমিকভাবে গ্যাসের ভাল্বের দুর্বলতার কারণে বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে মনে হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। তিনি বলেন ৯জনকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রনে রয়েছে।