ছাতকে মামার হাতে ভাগ্নে খুন

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

ছাতকে মামার হাতে ভাগ্নে খুন

 


ছাতকে মামার হাতে ভাগ্নে সাদির আহমদ (৩২) খুন হয়েছেন। রোববার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত বিলপার গ্রামে এ ঘটনা ঘ‌টে। নিহত সাদির ওই গ্রামের মনর আলীর পুত্র।

জানা যায়, উপজেলার বানায়ত বিলপার গ্রামের মৃত আবাছ আলীর পুত্র মামা মনছব আলী ও ভাগ্নে মনর আলীর পুত্র দুই সন্তানের জনক সাদির আহমদ একটি হত্যা মামলার আসামি হয়ে কারাগারে ছিলেন দীর্ঘদিন। আদালত থে‌কে জামিনে মুক্তি পেয়ে তারা বাড়িতে অবস্থান ক‌রেছিলেন। এ হত্যা মামলাটি বাদীর সাথে আপোষ মিমাংসার জন্য তারা স্থানীয় কিছু লোকজনের সহায়তা নেয় এবং ৬ লাখ ৭০ হাজার টাকা বাদীকে দেয়ার জন্য সিদ্ধান্ত হয়। ইতি মধ্যে তারা ৬ লাখ ৩০ হাজার টাকা মধ্যস্থকারীদের কাছে জমা দেন।

বাকী ৪০ হাজার টাকা মামা মনছব আলী কর্তৃক পরিশোধ না করায় রোববার রাতে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ নিয়ে মামা-ভাগ্নের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির সময় মধ্যস্থতা করতে গিয়ে শরিরে আঘাত প্রাপ্ত হন ভাগ্নে সাদিরের পিতা মনর আলী। পিতার ওপর আঘাত সহ্য করতে না পেরে প্রতিশোধ নিতে মামা মনছব আলীকে মারধর করতে যায় ভাগ্নে সাদির। এসময় মামাসহ তার সহযোগিদের এলোপাথারি কিল ঘুষি লাথিতে সে আহত হয়ে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, লাশের ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টায় আছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট