র‍্যাগিংয়ের অভিযোগে শাবি’র ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৩

র‍্যাগিংয়ের অভিযোগে শাবি’র ২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

রোববার (৩ সেপ্টেম্বরসন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফজলুর রহমান সই করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

সাময়িক বহিষ্কৃতরা হলেন, ২০২১-২২ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান ও জহিরুল ইসলাম। তার দুইজন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।
রেজিস্ট্রার স্বাক্ষরিত আরেক অফিসে আদেশে বলা হয়, এ ঘটনা তদন্তের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মো: ওমর ফারুক ও সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব। তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য গত ৩১ আগস্ট পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ওরিয়েন্টেশনের শেষে এক নবীন শিক্ষার্থীকে র‌্যাগ দেওয়ার অভিযোগ উঠে সাময়িক বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট