মাধবপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৩

মাধবপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া চকবাজারে শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে এক অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান ১৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী আমিন খন্দকারসহ চকবাজারের ব্যাবসায়িরা জানান, দুপুরে বাজারের নন্দন দেবের গ্যাস ও সারের দোকানে হঠাৎ বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরের টিনের চালা উড়ে যায়। এসময় দোকান ঘরটি ছিল তালাবদ্ধ। স্থানীয় লোকজন ঘরের তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।

খবর পেয়ে মাধবপুরের ফায়ার সাভির্সের ২টি গাড়ী ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রন করে।

মাধবপুর ফায়ার সাভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে এ অগ্নিকান্ডে বাজারের ৫টি দোকানপুড়ে গেছে।

দোকানগুলো হলো নন্দন দেবের সার ও গ্যাসের দোকান, অমর কম্পিউটার ও ফ্রিজের দোকান, সঞ্জয় দেবের মুদি দোকান, অসিম দেবের ঔষদের দোকান ও রিপন দাসের কাঠের ফার্নিচারের দোকান। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান ১৫ লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট