সিলেটের ধুপাগুল বাজার থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

সিলেটের ধুপাগুল বাজার থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেট এয়ারপোর্ট থানাধীন ধুপাগুল বাজার এলাকা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) সকালে স্থানীয়রা ধুপাগুল বাজারের সাফা আল মারওয়া মার্কেটের নিচে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ এ ফোন দেন।

খবর পেয়ে সকাল ১০টায় এয়ারপোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।

এসময় অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।

পরে গিয়াস উদ্দিন এক যুবক জানান, লাশটি তার বাবা ইদ্রিস আলীর (৬০)। তাদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার শরিফাবাদ ভবের তলা এলাকায়। তার বাবা অসুস্থ, রাতে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি। সকালে খবর পেয়ে এসে দেখি লাশটি আমার বাবার।

এয়ারপোর্ট থানা পুলিশের এস আই গৌতম দাশ লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মৃত ব্যক্তির ছেলে তার বাবার লাশ শনাক্ত করেছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট