৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি জনগণের পাশে থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। আমরা ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি। এ দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পেতে আন্দোলন চলছে। নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগন রাজপথের ফায়সালায় সমর্থন জানাচ্ছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ছাড়া নির্বাচন হবে না, হতে দেয়া হবে না। বিএনপির নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতনের দাবীতে এক দফার আন্দোলনে সিলেট বাসী আমাদের পাশে দাড়িয়েছেন। ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। জনগনের বিজয় সুনিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে কেমুসাস এর হলরুমে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত যৌথ প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এড. আশিক উদ্দিন আশুক, সহসভাপতি মামুনুর রশিদ মামুন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদি।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শের দেশের বৃহত্তর রাজনৈতিক দল। দেশের সকল সংকটে বিএনপির গৌরবময় ভূমিকা রয়েছে। তাই যতই টালবাহানা করা হোক না কেন বিএনপিকে রেখে এদেশে কোন নির্বাচন হতে পারে না। দেশবাসী আজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তাদের পতন সুনিশ্চিত ইনশাআল্লাহ।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- ফখরুল ইসলাম ফারুক, একেএম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, শহিদ আহমদ চেয়ারম্যান, নজমুল হোসেন পুতুল, শাহাব উদ্দিন আহমদ, সামিয়া বেগম চৌধুরী, লিলু মিয়া চেয়ারম্যান, মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈনুদ্দিন সুহেল, জিয়াউল হক জিয়া, মোঃ নজিবুর রহমান নজিব, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, সুরমান আলী, মুর্শেদ আহমদ মুকুল, নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, এড. মোমিনুল ইসলাম মোমিন, আবুল কাশেম, মাহবুবুল হক চৌধুরী, শাকিল মোর্শেদ, এড. আল আসলাম মুমিন, আলী আকবর, আজিজুর রহমান, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, মির্জা সম্রাট, আফসর খাঁন, দেলোয়ার হোসেন দিনার, রফিকুল ইসলাম রফিক, তফাজ্জল হোসেন বেলাল, সৈয়দ আমির আলী, শাহীন আলম জয়, আকবর হোসেন, ফাহিমা আহাদ কুমকুম, হাসান মঈন উদ্দিন আহমদ, সুহেল ইবনে রাজা, সোহেল মাহমুদ, কামরুল হাসান, আজিজ খাঁন সজীব প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D