নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী


দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের মূল্য ও সম্প্রতি গণমাধ্যমে আসা শত শত কোটি টাকার দুর্নীতির সংবাদের প্রেক্ষিতে মাসিক সভা শুক্রবার (২৫ আগস্ট) বিকালে সিলেট নগরের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে বলা হয় গত ১ আগস্ট প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত ‘মডেল মসজিদের মডেল অনিয়ম’। ৩১ জুলাই-২০২৩ কালবেলায় প্রকাশিত লন্ডনের বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী নজরুল ইসলামের বিলাস বহুল দু’টি বাড়ির দাম ১ কোটি ৭৯ লাখ ৫০ হাজার পাউন্ড, যা বাংলাদেশী টাকায় ২৫০ কোটি টাকা। ২৯ জুলাই-২০২৩ আজকের পত্রিকায় প্রকাশিত সৈয়দপুর রেলওয়ের ৪২৭ একর জমি দখল ও অনেক জমি ব্যক্তির নামে নামজারি। ২ আগস্ট-২০২৩ প্রথম আলোয় প্রকাশিত খাতিরের প্রকল্পের নামে করের টাকায় মন্ত্রী, সচিবের মা-বাবার নামে প্রতিষ্ঠান, সমাজ সেবা অধিদপ্তরের কাছ থেকে নিয়েছেন ২৮৬ কোটি টাকা। সরকারি টাকা কারো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে পারেন না। ইতিমত এটি আত্মসাথের সামিল। ১১ আগস্ট-২০২৩ দৈনিক কালবেলায় প্রকাশিত “দুর্নীতি, আর্থিক অনিয়ম ও অর্থ পাচারে বাংলাদেশের উন্নয়ন ও সুশাসনের ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জের সম্মুখিন”। আর্থিক একটি সংস্থা জিএফআই এর তথ্য অনুসারে প্রতি বছর দেশ থেকে গড়ে ৯১ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়। একই তারিখে একই পত্রিকায় প্রকাশিত বন্যায় ১৮ হাজার কোটি টাকা চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনে নড়েবড়ে, অর্থাৎ সাপের মত আকাবাকা। ২৩ জুন-২০২৩ আজকের পত্রিকায় প্রকাশিত “দুদকে পার পাচ্ছেন এমপিরা/ অবৈধ সম্পদ অভিযোগে ২০১৯ সালে পাঁচ এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। দু’জনে ইতিমধ্যে অব্যাহতি, বাকী তিনজনের অনুসন্ধান পরিসমাপ্তির চাপে দুদুক”। ১৬ আগস্ট-২০২৩ প্রথম আলোয় প্রকাশিত “ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ভুয়া রসিদ দিয়ে গ্রাহকদের করের টাকা আত্মসাৎ। ৬ আগস্ট-২০২৩ আজকের পত্রিকায় প্রকাশিত “টিসিবিতে ২৯৭ কোটি টাকার অনিয়ম, দু’বছরে নিরিক্ষা কমিটির প্রতিবেদন, উৎস ভ্যাট না কাটায় ক্ষতি ৮৮ কোটি টাকা, রংপুর অফিসে ২ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ”। ১০ আগস্ট-২০২৩ আজকের পত্রিকায় প্রকাশিত “ব্যবহারের আগেই অকেজো ৩ কোটি টাকার হাজিরা মেশিন, শিক্ষক ও কর্মচারীদের বায়োমেটিক হাজিরা নিশ্চিত করতে নিলফামারীর ডিমলায় ২১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য কেনা যন্ত্রটি অকেজো, কেনা-কাটায় অনিয়মের অভিযোগ”। ৮ আগস্ট-২০২৩ আজকের পত্রিকায় প্রকাশিত “ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটার নামে ৪ বছরে ৪৭ কোটি টাকা লুপাট।” ৯ আগস্ট-২০২৩ আজকের পত্রিকায় প্রকাশিত “বিশ্রামগারে সড়ে ১৪ হাজার কোটি টাকার পর্দা! পশ্চিম রেলওয়ে এক অর্থ বছরে ৪০ কোটি টাকার অনিয়ম।” ৯ আগস্ট-২০২৩ আজকের পত্রিকায় প্রকাশিত “বন্দীদের সিগারেট-সবজি কর্মকর্তাদের পেটে। কারাগারে দুর্নীতি- ৯ কোটি ১০ লাখ টাকার নিন্মমানের চাল কেনে কারা কর্তৃপক্ষ।” ৯ আগস্ট-২০২৩ কালবেলা পত্রিকায় প্রকাশিত “কোটি টাকা নিয়ে লাপাত্তা দু’ সমিতির পরিচালকরা, বরিশালের পিরোজপুরে নেছারাবাদে ‘আস্থা ক্ষুদ্র সমবায় সমিতি’ ও ‘আদমকাঠি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সামতি”। ২৪ জুলাই-২০২৩ আজকের পত্রিকায় প্রকাশিত ১৪৭ কোটি টাকা পাচারে ১৯ পোশাক কারখানা”। ২৬ জুলাই-২০২৩ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত “ব্যয় ৩৮০ কোটি টাকা, সুফল সামান্য, ডাক বিভাগের পোস্ট ই-সেন্টার। নিরিক্ষা কমিটি বলেছে লক্ষ্য পুরণ হয়নি। ১৪ আগস্ট-২০২৩ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত “মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা ফাঁস, ১৬ বছরে ১০ বার”।

সভায় উপরোক্ত সংবাদের বিষয় নিয়ে আলোচনা করে বক্তাগণ তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, মসজিদ নির্মাণেও অনিয়ম ও দুর্নীতি হতে পারে শুনে ইসলামী চিন্তাবিদ ও ধর্মপ্রিয় জনগণ হতবাক। গণমানুষের উন্নয়ন ও ভোগান্তি নিরসনের লক্ষ্যে যারা সরকারের এই মহতী কাজগুলোকে দুর্নীতির মাধ্যমে জনগণকে ঠকাচ্ছেন তারা ধরাছোয়ার বাইরে কেন? ভোটের আগে নিত্যপণ্যের মূল্য দ্রুত নিয়ন্ত্রণ, গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতি ও অনিয়মের সংবাদগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর সভায় জোর দাবী জানানো হয়। বক্তারা জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করার লক্ষ্যে ইসি কর্তৃক প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো প্রক্রিয়া শক্তিশালীকরণ ও দুর্নীতি বিরোধী মনস্ক ব্যক্তিদেরকে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।

সভায় আগামী ১১ সেপ্টেম্বর বেলা ২টার সময় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে নিত্যপণ্যের মূল্য দ্রুত নিয়ন্ত্রণ ও শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো, ঋণখেলাপী ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিবর্গদের মনোনয়ন না দেয়ার দাবীতে এক প্রতিবাদ সভার সিদ্ধান্ত গৃহীত হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, কমিটির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখী মিয়া, কেন্দ্রীয় সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, রফিকুল ইসলাম শিতাব, সন্তুষ দেব, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইকবার মুন্না, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ। বিজ্ঞপ্তি


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট