যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, ইউপি সদস্যসহ আটক ৫

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৩

যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, ইউপি সদস্যসহ আটক ৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনযজ্ঞের মূলহোতা তাহিরপুরের বাদাঘাট ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুশাহিদ হোসেন রানুসহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ।

জানা যায়, শনিবার (১৯ আগস্ট) রাতে যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় বালুভর্তি চারটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় সাড়ে ২৬ লাখ টাকা।

আটক অপর চারজন হলেন- আমিন উদ্দিন, সায়েম আলী, দেলোয়ার হোসেন ও জয়ন্ত দাশ।

অভিযোগ রয়েছে, ইউপি সদস্য মুশাহিদ হোসেন ওরফে রানু মিয়ার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীর পাড় কেটে সাবাড় করছিল। সম্প্রতি এসব অবৈধ কর্মকাণ্ডে বাধা দিলে স্থানীয় এক নারী শ্রমিককে মারধর করে আহত করা হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল ইসলাম জানান, শনিবার রাত ২টার দিকে যাদুকাটা নদীর ঘাগটিয়া এলাকায় পাকা রাস্তার মুখ থেকে নদীর পাড় কেটে বালু তোলার সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মামলা করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিরাসহ অজ্ঞাত আরও সাত থেকে আটজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে (২০১০) তাহিরপুর থানায় একটি মামলা হয়েছে।

ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, মুশাহিদ হোসেন রানু ও তার চার সহযোগীর বিরুদ্ধে তাহিরপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট