১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৩
রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৯তম শাহাদাত বার্ষিকী রোববার (৬ আগস্ট) । আজ থেকে ৩৯ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
দিনটি উপলক্ষে সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পন, মাজার প্রাঙ্গণে তাঁর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কোরআন খতম, কোরআন খানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে। বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তাঁর উদ্যোগে স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্তের নামাজের জন্য আযানের শব্দ পৌছে যা তাঁর সমাধি স্থানে সেই মসজিদের মিনার হতে যেটি তিনি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন সকল নৌবাহিনীর সদস্যদের জন্য।
দিনটি উপলক্ষ্যে তাঁর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিরাহিমপুরে বাদ আসর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণের কর্মসূচী সহ বাদ আসর দরগাহই হযরত শাহাজাল (রহ.) এর মাজার মসজিদ এবং হযরত শাহপরান (রহ.) এর মাজার মসজিদে মিলাদ ও মাহফিল শিরণী বিতরণের আয়োজন করা হয়েছে।
দরগাহই হযরত শাহাজাল (রহ.) এর মাজারে মিলাদ মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য মরহুমের ভাতিজা বাবর আলী খান অনুরোধ করেছেন। এছাড়াও কলাবাগানস্থ লতিফিয়া হাফিজিয়া মাদরাসায় শিরনী বিতরণের আয়োজন করা হয়েছে।
দিনটি উপলক্ষে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের “মাহবুব ভবন” এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের দোয়া করতে অনুরোধ করেছেন। ধানমন্ডি বায়তুল আমান জামে মসজিদ ও মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে বাদ আসর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে তিনি প্রতিনিয়ত জুম্মার নামাজ আদায় করতেন।
বেগম মাহবুব আলী খান কর্তৃক ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত ছিন্নমূল শিশু কিশোরদের প্রতিষ্ঠান ‘সুরভি’ এই উপলক্ষ্যে ৭ই আগষ্ট দোয়া মাহফিলের আয়োজন করেছে। বেগম মাহবুব আলী খান প্রায়শ স্মরণ করেন যে, তাঁর শ্রদ্ধেয় স্বামীর উৎসাহ ব্যতিরেকে তিনি এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সফলকাম হতে পারতেন না। রিয়ার এ্যাডমিরাল এম এ খানের পরম শ্রদ্ধেয় মাতা জুবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়ত পরবর্তীতে তাঁকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে ।
ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা, বাউনিয়াবাঁধ মহিলা এতিমখানা ও মাদ্রাসা মিরপুর, ভাষানটেক এতিমখানা ও মাদ্রাসা ক্যান্টনমেন্ট, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁয়ের এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে ।
লেইক হলে মরহুমের প্রতি স্মৃতিচারণ, কর্মময় জীবনের উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
৭ই আগষ্ট বেলা আড়াইটায় মরহুমের পরিবারের পক্ষ থেকে দারুল উম্মা ফুডব্যাংকে খাদ্য বিতরণ। বিকাল সাড়ে ৪টায় মরহুমের পরিবারের পক্ষ থেকে ঋড়ঁহফবৎ’ং ঐড়ঁংব এ হোমলেস মানুষের জন্য খাদ্য বিতরণ। বিকাল সাড়ে ৫টায় মরহুমের পরিবারের পক্ষ থেকে পূর্ব লন্ডনে ওংষধসরপ জবষরবভ ঈযধৎরঃু তে বস্ত্র প্রদান।
সৌদি আরবের পবিত্র মক্কা শরীফ ও মদীনা শরীফে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। পবিত্র ওমরাহ পালনকালে তার সৌভাগ্য হয়েছিল পবিত্র কা’বা ঘর ধোওয়ায়ম অংশগ্রহন করার ‘পরম করুনাময় আল্লাহতালার অসীম রহমতের নিদর্শন নিশ্চয়ই’ এবং সেই স্মৃতিবিজড়িত পবিত্র কা’বাঘর ধোওয়ার বস্তুটি আজও সুরক্ষিত আছে- তাঁর স্মৃতিবিজড়িত বহু জিনিসের মাঝে।
মালয়েশিয়ায় শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী কোরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা গুলির মধ্যে রয়েছে মাদ্রাসা দাতো কেরামাত কুয়ালালামপুর, মাদ্রাসা তাহফিজ আমপাংজায়া, আমপাং তাহফিজ আল-মুসতাকিম রাওয়াং, মসজিদ আল খায়ের বুকতি বনিতাং কুয়ালালামপুর। সন্ধায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে পুত্রাজায়ার মসজিদ টুংকু সিজান জয়নাল আবেদিন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D