সিলেটে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৩

সিলেটে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে কারও কুণ্ঠা থাকতে পারেনা।

তিনি আরও বলেছেন, আমাদেরকে মনে রাখতে হবে, বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আমাদের মর্যাদার আসন হয়েছে।

জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু বিশ্ব নেতাদের চোখে চোখ রেখে কথা বলতেন। চলতেন বিশ্ব নেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে। এর মধ্য দিয়ে নিজেকে বিশ্বনেতাদের কাতারে দাঁড় করিয়েছিলেন।

রবিবার, ৩০ জুলাই বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় তিনি সভাপতির বক্তব্য দিচ্ছিলেন।

শেখ রাসেল হাসান জাতীয় শোক দিবস পালনের প্রতিটি কর্মসূচি সফল করার উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি প্রতিটি কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্ব আরোপ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা ও মহানগর পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন জাতীয় শোক দিবস পালন সংক্রান্ত সরকারি নির্দেশনা উপস্থাপন করেন।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার সাবেক সভাপতি আল আজাদ ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

প্রস্তুতিমূলক সভায় সিলেট জেলায় জাতীয় শোক পালনের দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হয়।

এর আগে আলাদা আলাদা সভায় ৫ আগস্ট বঙ্গবন্ধুৃর জ্যেষ্ঠ ছেলে শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী ও ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপনের কর্মসূচি চূড়ান্ত করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট