সিলেটের বিদায়ী বিভাগীয় কমিশনারকে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের শুভেচ্ছা

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৩

সিলেটের বিদায়ী বিভাগীয় কমিশনারকে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের শুভেচ্ছা

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়ন ও কল্যাণে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সকল কার্যক্রম প্রশংসনীয়। সিলেটে জিডিএফ প্রতিবন্ধী ব্যক্তিবর্গদের সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। জিডিএফ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুস্থ-সবল মানুষের মত প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছেন এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, সিলেটে দায়িত্ব পালন কালে সর্বমহলের ভালবাসা ও সহযোগিতা পেয়েছি। এটা কখনো ভুলারমত নয়। যেখানেই থাকি, সিলেটবাসীর কথা মনে থাকবে। তিনি সকলের দোয়া কামনা করেন।

গতকাল ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর আলমপুরস্থ বিভাগীয় কমিশনার কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন- এর সাথে বিদায়ী শুভেচ্ছা বিনময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন, সুপার ভাইজার রায়হান খান। নেতৃবৃন্দ বিদায়ী বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।