সিলেট জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০২৩

সিলেট জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সিলেট জেলা শাখার সাধারণ সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) সিলেটের খাদিমপাড়া ইউনিয়ন কমপ্লেক্সে এ সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদ উত্তীর্ণ সিলেট জেলা বাপসার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সভায় সকল সচিববৃন্দের ঐক্যমত্যের ভিত্তিতে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন পরিষদের সচিব মো: হাবিবুর রহমানকে আহবায়ক ও সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদের সচিব মো: নজমুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করে প্রতিটি উপজেলা হতে একজন করে প্রতিনিধি নিয়ে ১৩ সদস্য বিশিষ্ট সিলেট জেলা বাপসার আহবায়ক কমিটি গঠন করা হয়।