পাঠানপাড়ায় মহিলা কাউন্সিলর প্রার্থী আছমা বেগমের গণসংযোগ

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৩

পাঠানপাড়ায় মহিলা কাউন্সিলর প্রার্থী আছমা বেগমের গণসংযোগ

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত আসন ৯ এর মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর মোছাঃ আছমা বেগম বই মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন।

গত ৯ জুন শুক্রবার বিকেলে নগরীর দক্ষিণ সুরমার পাঠানপাড়া, গোটাটিকর, মুমিনখলা, কাইস্তরাইল, ঝালোপাড়া, আচার্যপাড়া সহ বিভিন্ন এলাকায় আছমা বেগম বই মার্কায় ভোট চেয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী সালমা বেগম, রত্না বেগম, সমাজকর্মী টুটুল মাহমুদ মান্না, জাহেদ আহমেদ, রাতুল মাহমুদ তান্না, অন্ন, জামিল, আজিম, আহমেদ রাব্বী, সৈরভ, ফাহিম, ইয়াসির, রেহান প্রমুখ।
গণসংযোগকালে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর মোছাঃ আছমা বেগম বই মার্কায় ভোট চেয়ে সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, আমি নেত্রী নয়, আপনাদের সেবক ও খাদেম হিসেবে অতিতে আন্তরিকতার সাথে কাজ করেছি। আপনাদের পাশে থেকে সেবা করার লক্ষে আবারও কাউন্সিলর প্রার্থী হয়েছি। আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বই মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে সেবা করার সুযোগ দেয়ার জন্য ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত আসন ৯ এর সর্বস্তরের ভোটারদের প্রতি অনুরোধ জানান মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, সাবেক কাউন্সিলর মোছাঃ আছমা বেগম।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট