বালাগঞ্জে ৪৫ দিন ধরে নিখোঁজ যুবদলনেতা শুভ লস্কর

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩

বালাগঞ্জে ৪৫ দিন ধরে নিখোঁজ যুবদলনেতা শুভ লস্কর

সিলেটের বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ কাজল লস্করের ছেলে শুভ লস্কর (৩৫) গত ৪৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ শুভ লস্কর উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং সিরাজপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা ডাঃ কাজল লস্করের ছেলে।

পারিবারিক এবং জিডি সূত্রে জানা যায়, শুভ লস্কর বিদায়ী বছরের ২২ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় গত ২ ডিসেম্বর বালাগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নিখোঁজের পিতা কাজল লস্কর।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, শুভ লস্করের পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী গত ২২ নভেম্বর দুপুর থেকে সিরাজপুর গ্রাম এলাকা থেকে নিখোঁজ হন শুভ লস্কর।

এরপর আত্মীয়-স্বজনের বাসাসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর কোনো খোঁজ না পাওয়াতে পিতা কাজল লস্কর বালাগঞ্জ থানায় একটি জিডি (নং-৭৭ ) লিপিবদ্ধ করেছেন।

নিখোঁজ শুভ লস্করের সন্ধান পেলে বালাগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দিন (০১৭১২০৭৪১১৫) অথবা অফিসার ইনচার্জ (ওসি) (০১৩২০-১১৭৮১২) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট