দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও করব জিয়ারত করেছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বাদ আসর রাধানগর বাজার জামে মসজিদে ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে মরহুম দিলদার হোসেন সেলিমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ তাঁত বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান।

এসময় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, সাম্প্রতিক পুলিশি হামলায় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য,ও কারাবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন রাধানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফখরুল ইসলাম আকবরী। পরে দলীয় নেতাকর্মীরা মরহুম জননেতা দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত করনে।

এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এ মতিন, বিএনপি নেতা লোকমান উদ্দিন, আমজাদ বক্স, নাজিম উদ্দিন, ডা.নূর মোহাম্মদ, সাইদুর রহমান, হোসন আহমদ,শামসুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া সাত্তার, উপজেলা জাসাসের আহ্বায়ক কামরুজ্জামান মুকুল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা ওলামাদলের সভাপতি এম এম কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন, বুলবুল আহমদ,ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম কুদ্দুস কামরুল, হারুনুর রশীদ, সুরমান আলী,হাজী হারুনুর রশীদ, মাসুদ রানা, আলী আমজাদ,নুরুল আমিন মেম্বার, সুয়াব আলী মেম্বার, বদরুল আলম মেম্বার, সারজুল ইসলাম,মাও ইমাম উদ্দিন, মমিনুল ইসলাম মেম্বার, মনোয়ার হোসেন সাজু,নুরুল ইসলাম,এখলাসুর রহমান,দুলাল মিয়া,জসিম উদ্দিন, সালেক আহমদ,লিয়াকত হোসেন, মাহবুব আহমদ, আপ্তাব উদ্দিন, আনিস,জাকারিয়া পাপলু,ইলিয়াস আলী,বদরুল আলম,জিয়া পরিষদ সভাপতি আলীম উদ্দিন, সাধারণ সম্পাদক সাহেদ উদ্দিন হাসান,মিসবাহ উদ্দিন, সুলেমান আহমদ,মাসুক আহমদ।