জেলা কমান্ড্যান্ট এনামুল খানের বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২২

জেলা কমান্ড্যান্ট এনামুল খানের বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান

Manual8 Ad Code

সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এনামুল খানের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহা পরিচালক নূরুল হাসান ফরিদী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সার্কেল অ্যডজুট্যান্ট এনামুল হক, সদর উপজেলা আনসার পিডিপির কর্মকর্তা রাসেল গাজী, দক্ষিণ সুরমা কর্মকর্তা তানিয়া লাইজু খানমসহ  জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কর্মকর্তা ও কর্মচারি।

Manual4 Ad Code


অনুষ্ঠানের শুরুতে জেলা কমান্ড্যান্ট এনামুল খানকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এনামুল খান দীর্ঘদিন অত্যান্ত নিষ্টা ও সততার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ আনসার সদস্যদের  হৃদয়ে স্থান করে নেন। তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে যতেষ্ট ভূমিকা পালন করেন।

Manual1 Ad Code


সংবর্ধিত অতিথি এনামুল খান তাঁর বক্তব্যে বলেন, মানুষের দোয়া আর ভালোবাসা ছাড়া মানুষের কাছে আর কোনো চাওয়া নেই। যদি বঞ্চিত হই বার বার, তাও দুঃখ নেই। মানুষের পাপ্য অধিকার বুঝিয়ে দিয়ে দোয়া ও ভালোবাসা নিয়ে জীবনের বাকি সময় অতিবাহিত করতে চাই। এনামুল খানের পদে যোগদান করেন নবাগত জেলা কমান্ড্যান্ট ফয়সাল হোসেন।-বিজ্ঞপ্তি

Manual7 Ad Code


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code