কপ সম্মেলনে যাচ্ছেন সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম

প্রকাশিত: ৪:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২১

কপ সম্মেলনে যাচ্ছেন সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম

২৬ তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬)-এ যোগ দিতে যুক্তরাজ্য গেছেন দৈনিক সিলেটের ডাক এর চিফ রিপোর্টার ও ঢাকা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।

বুধবার দিবাগত রাত ১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সেখানে যান। স্কটল্যান্ডের গ্লাসগোতে এবারের কপ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)-এর আমন্ত্রণে তিনি সম্মেলনে যোগ দিচ্ছেন।

সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম এর আগেও একাধিকবার যুক্তরাজ্য সফর করেন। যুক্তরাজ্য ছাড়াও তিনি ইতোপূর্বে বিশ্বের আরো কয়েকটি দেশ সফর করেছেন।

সাংবাদিক সিরাজ ১৯৯৮ সালে দৈনিক সিলেটের ডাক-এ যোগ দেন। বর্তমানে পত্রিকাটির চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া, তিনি ঢাকা থেকে প্রকাশিত ঢাকা ট্রিবিউনের সিলেট বিভাগীয় প্রতিনিধিরও দায়িত্বে রয়েছেন।

দৈনিক আলোকিত বাংলাদেশ-এর সিলেট ব্যুরো চিফ ছাড়াও তার সম্পাদনায় অনলাইন নিউজপোর্টাল সিলেটের সকাল প্রকাশিত হয়। কপ সম্মেলন শেষে তিনি শিগগিরই দেশে ফিরবেন। তিনি সকলের দোয়া প্রার্থী।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট