১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২১
দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী আলহাজ্ব আব্দুল হক মোবাশ্বিরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সিলাম নয়পাড়াবাসীর এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল ১৭ সেপ্টেম্বর রোববার রাতে স্থানীয় প্রবাসী আবেদ রাজার বাড়িতে অনুষ্টিত হয়।
সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকরাম হোসেন বখত এর সভাপতিত্বে সমাজসেবী মোঃ ফজলু মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, একদল দূর্বৃত্ত পরিকল্পিতভাবে আব্দুল হক মোবাশ্বিরকে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনার সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের উর্ধ্বতন মহল কর্তৃক সুষ্ট তদন্ত প্রয়োজন। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকান্ডের হুকুম ও ইন্ধনদাতাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন সিলাম নয়পাড়াবাসী।
মতবিমিয় সভায় বক্তব্য রাখেন, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, সিলাম ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি মোঃ ইব্রাহিম আলী, এলাকার প্রবীন মুরব্বী আলহাজ্ব সজ্জাদ মিয়া, আব্দুল কাইয়ুম মাস্টার, বাইপাস রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রাজনীতিবীদ হাজী তাজরুল ইসলাম তাজুল, সালিশী ব্যক্তিত্ব বাহার উদ্দিন, মুদাব্বির হোসেন, ফজলু মিয়া, সামছুল আলম, মুহিবুল হক, সামছুল হক, সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, শিশু মিয়া, রুমেল আহমদ, আরাফাত হোসেন, মোঃ সাহেদ, টিটু মিয়া, আবু সালেহ, আব্দুস সামাদ আজাদ, সিদ্দিকুর রহমান, মিজানুর রহমান শিপলু, মোঃ সুমন আহমদ, মাসুদ আলী, আব্দুল হামিদ, আলী রুবেল, আলী মোহন, মইনুল ইসলাম তুরণ, মাহমুদুল হাসান উমর, আব্দুর রহমান, জামিল মিয়া, জামাল আহমদ মিন্টু, তানভির আহমদ মাহদি, আব্দুল করিম, সাহেদুল ইসলাম সাহেদ, আকলিছ মিয়া, রেদওয়ান আলী সোহান প্রমূখ।
দুর্বৃত্তদের হাতে আব্দুল হক মোবাশ্বির হত্যাকান্ডের মূল তথ্য প্রশাসনের কাছে তোলে ধরতে ও সকল প্রকার কর্মসূচি সুষ্ঠভাবে পালন করতে সভায় ১২ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়। পাশাপাশি আগামী ২৪ অক্টোবর সংবাদ সম্মেলন, পুলিশ কমিশনার বরাবরে স্মরকলিপি পেশ ও মানব বন্ধন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মতবিনিময় ও দোয়া মাহফিলে মোনাজাত করেন, সিলাম জামেয়া কোরআনীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আওয়াল। প্রেস বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D