এইচআরপিবি’র মানববন্ধন ।। মায়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদ

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৬

মায়ানমারে আরাকানে নির্মম গণহত্যার শিকার মুসলমানদের জন্য ত্রাণ ও যথাযথ সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন সিলেটের আইনজীবীরা। মঙ্গলবার বেলা ২টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণের সামনে হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আয়োজিত এক বিশাল মানববন্ধনে এ আহবান জানানো হয়।
দু’শতাধিক আইনজীবীর অংশগ্রহণে বক্তারা বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলমানের কান্নায় পৃথিবীর আকাশ ভারি হয়ে ওঠছে। মুসলিম নারী-পুরুষ ও শিশুরা বাঁচাও বাঁচাও বলে আর্তচিৎকার করছেন। মায়ানমারে মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। হত্যা করা হচ্ছে অসংখ্য নিষ্পাপ শিশু, যুবক, বৃদ্ধাদের। ধর্ষণ করে কলঙ্কিত করা হচ্ছে অসংখ্য মা-বোনদের। বিধবা করা হয়েছে হাজারো নারীদের। সন্তানহারা হচ্ছেন অসংখ্য মা।
বক্তারা আরো বলেন, জাতিসংঘ রোহিঙ্গা স¤প্রদায়কে বিশ্বের সবচেয়ে বর্বর নির্যাতনের শিকার জনগোষ্ঠী হিসেবে অবহিত করেছে। রোহিঙ্গা মুসলমানদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতেও অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। নির্যাতনের শিকার এসব মুসলমানদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সরকার দৃষ্টান্ত সৃষ্টি করছে। বক্তারা মায়ানমারে নির্যাতিত মানুষকে পর্যাপ্ত ত্রাণ ও সহযোগিতা দেয়ার জন্য সরকারের প্রতি আহŸান পাশাপাশি নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে জাতিসংঘের প্রতি আহŸান জানান।
এইচআরপিবি সিলেটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ূমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিনের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম. শমিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, বারের সাবেক সভাপতি রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর, জিপি ভিপি রাজ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন খান, অ্যাডভোকেট মোঃ আব্দুশ শহিদ, অ্যাডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী, জহুরা জেসমিন, আক্তার হোসেন খান, আজিজুর রহমান, মো. লালা, সাংবাদিক সুজাত আলী, অ্যাডভোকেট আল আহসান মুমিন, বদরুল ইসলাম জাহাঙ্গির, শফিউল আলম, এইআরপিবি সিলেটের নির্বাহী সদস্য সাংবাদিক নুরুল হক শিপু, অ্যাডভোকেট বাবুল মিয়া, কামরুজ্জামান, মানিক উদ্দিন, হুসেন আহমদ শিপন, আব্দুস সাত্তার, জামিল আহমদ রাজু, আব্দুল কুদ্দুস, চৌধুরী আতাউর রহমান, হুসেইন আহমদ, ফজলুল হক, ইফতেখার মনি, কয়েছ আহমদ, মহসিন আহমদ চৌধুরী, রহমত আলী, রফিক মিয়া, এজাজ উদ্দিন, দিলরুবা বেগম কাকলী, মুসলেহ উদ্দিন, খুরশেদ আলম, বিশ্বনাথ ঘোষ, মহানন্দ পাল, জেসমিন আক্তার, শাবিদুর রহমান রিপন, বুরহান উদ্দিন, পরিমল দেবনাথ, আব্দুল হালিম রায়হান, আবু ফাহাদ, ইয়াছির আরাফাত, সৈয়দ এমদাদুল হক, আমিনুল ইসলাম চৌধুরী, মোহাইমিন চৌধুরী, এমদাদুর রহমান, ওয়ারিছ আলী মামুন, মোজাক্কির হোসেন, আব্দুল মুছব্বির, মো. কুতুব উদ্দিন প্রমুখ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট