৩০ তারিখের গণঅনশন সফল করুন ।। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটি সিলেটের উদ্যোগে আগামী ৩০ নভেম্বর বুধবার সকাল ১১ ঘটিকায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে ৬ দফা দাবীতে গণঅনশন কর্মসূচী সফলের লক্ষ্যে এক সভা গতকাল সোমবার সিলেট নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ফোরামের কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় বক্তারা বলেন, ৬ দফা দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় আগামী ৩০ নভেম্বর গণঅনশন কর্মসূচীতে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। সভায় বক্তারা আরো বলেন, লাখো শহীদের রক্তে কেনা, পীর আওলিয়া ও সাধু সন্নাসীর এই বাংলাদেশে দুর্নীতিবাজদের অভয়ারণ্য হতে দেয়া হবে না।
সভায় বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: অরুন কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখী মিয়া, সমবায় সম্পাদক এম.এ. লাহিন, সহ-দপ্তর সম্পাদক এম. বরকত আলী, শ্রম সম্পাদক ইউনুছ মিয়া, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান ঝুনু, ফোরামের যুব কমিটির সমন্বয়কারী সাংবাদিক তাওহীদুল ইসলাম, সাবেক সেনা সদস্য এস.এম. শহিদুর রহমান, কেন্দ্রীয় সদস্য মুক্তাদির কিবরিয়া সিরাজী, ইমাম হোসেন, শেখ মো: দীপু, আব্দুস সোবহান, রিখন তালুকদার রিখন, মীর্জা জাহিদুল ইসলাম, সুমন দেবনাথ, রাখাল পাল, প্রিয়ব্রত সিং, মো: আব্দুল ওদুদ, এম. এ. ওয়াহিদ চৌধুরী, শাহজাহান শাহেদ, আমিনুর রশিদ, ইমদাদুর রহমান ইমদাদ, ছালিম আছলাম, সজিব আহমদ বিজয়, মো: মিজানুর রহমান, বিজয় চন্দ্র নাথ বিপ্লব, আব্দুস সোবহান, শহিদুজ্জামান আলো প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট