সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

দেশ জুড়ে জঙ্গি ও সন্ত্রাসদের বিরুদ্ধে সামাজিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিরোধ করতে হবেঃ অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা


দেশ ব্যাপী ও শিক্ষা অঙ্গনে জঙ্গি, সন্ত্রাসবাদ ও নাশকতার বিরুদ্ধে সামাজিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিরোধ করতে হবে। এসবের বিরুদ্ধে সামাজিক ঐক্যবদ্ধতার বিকল্প নেই, কারণ জঙ্গি ও সন্ত্রাসরা দেশের শত্রæ এরা সব সময় দেশের ক্ষতি করে থাকে। দেশ কে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা সবাই সম্মিলিত ভাবে এদের প্রতিহত করতে হবে। গত ২৮ নভেম্বর সোমবার সকাল ১১ টায় দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) কর্তৃক আয়োজিত গোলাপগঞ্জ- জকিগঞ্জ রোডে দাঁড়িয়ে টিটিসির ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে এক মানববন্ধনে অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা উপরোক্ত বক্তব্য দিয়ে থাকেন। মো. রবিউল হাসান আকন্দের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চেম্বার অব কর্মাসের পরিচালক লায়েছ উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ছয়েফ খাঁন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জুবায়ের আহমদ ও জাকির আহমেদ খোকা, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল ট্রেডের চীফ ইন্সট্রাক্টর শিরিন আক্তার, কম্পিউটার ট্রেডের চীফ ইন্সট্রাক্টর মো. মোজাফ্ফর হোসেন, ক্যাটারিং ট্রেডের চীফ ইন্সট্রাক্টর মো. শাহ আলমপাটোয়ারী, ইলেকট্রনিক্স ট্রেডের চীফ ইন্সট্রাক্টর শামীমা আক্তার, ইলেকট্রিক্যাল ট্রেডের সিনিয়র ইন্সট্রাক্টর বাপ্টু পুরকায়স্থ, আর/এসি ট্রেডের সিনিয়র ইন্সট্রাক্টর মনিরুজ্জামান মনির, ইলেকট্রনিক্স ট্রেডের সিনিয়র ইন্সট্রাক্টর মো. মাজেদুর রহমান, বিষয় ভিত্তিক ট্রেডের সিনিয়র ইন্সট্রাক্টর মো. মিজানুর রহমান, বিষয় ভিত্তিক ট্রেডের সিনিয়র ইন্সট্রাক্টর মো. রেজাউল করিম, কম্পিউটার ট্রেডের ইন্সট্রাক্টর মো. ওমর ফারুক, আরএসি ট্রেডের ইন্সট্রাক্টর মো. শফিকুল ইসলাম, অটোমোটিভ ট্রেডের ইন্সট্রাক্টর মো.দেলোয়ার হোসেন, ইলেকট্রিক্যাল ট্রেডের ইন্সট্রাক্টর মো. মোয়াজ্জেম হোসেন, ইলেকট্রনিক্স ট্রেডের ইন্সট্রাক্টর মো.ইকবাল হোসাইন, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষক আবুল কাশেম রুমন, স্টোরকিপার মো. আকবর আলী, হিসাব রক্ষক মো. শাহীন উদ্দিন, প্রধান সহকারী রীতা চাকমা প্রমুখ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট