কোয়ান্টা-২০১৬ প্রতিযোগিতায় সারাবিশ্বে রানার্স-আপ হয়েছে সেন্ট যোসেফ স্কুল

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

1423কোয়ান্টা, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গণিত, বিজ্ঞান, বিতর্ক এবং ইলেক্ট্রনিকস মেধাবিষয়ক নৈপূণ্য তুলে ধরার জন্য বিশ্বের অন্যতম মর্যাদাকর এ প্রতিযোগিতার ২২তম আয়োজন গত ১৭-২০ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বের বৃহত্তম স্কুল ভারতের লক্ষনোর সিটি মন্টেসরির উদ্যোগে।

সমগ্র ভারতের শ্রেষ্ঠ স্কুলগুলোর পাশাপাশি ব্রাজিল, জার্মানি, রাশিয়া, আফ্রিকা এবং লেবাননসহ ৪০টির বেশি দেশ থেকে জাতীয় পর্যায়ে এক অথবা একাধিক দল এতে অংশ নেয়। চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় নানাবিধ বিষয়বস্তুর মধ্যে ছিল গণিত ও বিজ্ঞান কুইজ, রোবট দৌড়, বিতর্ক, মানসিক ক্ষমতা ইত্যাদি।

সেন্ট যোসেফ স্কুলের সাদিদ বিন হাসান এবং ইরতিজা ইরাম গণিত কুইজে অংশ নিয়ে বৈশ্বিক রানার্স–আপ হবার গৌরব অর্জন করেন। এ মাত্রার সাফল্য অর্জন বাংলাদেশের জন্য এটাই প্রথম। অল্পের জন্য তাদের টপকে শীর্ষস্থান দখল করে জার্মানির জাতীয় দলটি। এর আগে অদম্য মনোবল দেখিয়ে তিন-স্তরের প্রাথমিক পরীক্ষাগুলোর পাশাপাশি প্রথম ওপেন রাউন্ড এবং সেমিফাইনালের বাধা টপকে যায় সেন্ট যোসেফ স্কুলের শিক্ষার্থীরা ।

সিটি মন্টেসরি স্কুলের সহ-প্রতিষ্ঠাতা মি. জগদীশ গান্ধী তার বক্তব্যে বলেন, “আমরা এখানে জেনেছি ভিন্ন জাতিসত্তার বদলে একক বিশে^র নাগরিক হিসেবে কাজ করলে কীভাবে সত্যিই আমরা এক হয়ে উঠতে পারি। সহযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক মনোভাবের সাথে এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে আমরা শিখেছি, দলের প্রতিটি সদস্যের, এমনকী শিক্ষকদেরও সহযোগিতা নিলে, জটিল এবং বিকট সমস্যাও কতোই না সহজে সমাধান করা সম্ভব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট