মায়ানমারে মুসলিম গনহত্যার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জের নোয়াখালী বাজারে মানববন্ধন

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

মায়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর বর্বর ও নৃশংস গনহত্যার প্রতিবাদে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার বিকাল ৪ টায় স্থানীয় নোয়াখালী বাজারে বিজয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।
বিশাল মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মায়ানমারে মুসলিমদের উপর এসব নারকীয় হত্যাকান্ড বন্ধ করার জন্য সরকারীভাবে প্রতিবাদ করার জন্য সরকার ও দেশবাসীর প্রতি আহŸান জানান। সংস্থার সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আশিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- শায়খুল হাদীস মাওলানা তাহির আহমদ, সমাজ সেবক সামসুন নুর মেম্বার, ক্বারী আজির উদ্দিন, আব্দুল বাছিত সুজন, নুর আলী, মোশাররফ হোসেন জাকির, নোয়াখালী বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাজমুল হোসেন, যুব নেতা আব্দুল ওয়াদুদ, জুবেল আহমদ, মঈন উদ্দিন, হাসনাত আহমদ ফয়সল, এনামুল কবীর ইমন, সংস্থার সদস্য নাঈম আহমদ শামীম, আবু সালেহ জনি, মুহিবুর রহমান মানিক, মনোয়ার হোসেন হিমেল, দিলোয়ার হোসেন, জিলাল আহমদ প্রমূখ। মানববন্ধন পরবর্তী সমাপনী বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত শায়খ মাওলানা আব্দুস শহীদ জামলাবাদী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট