মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের রক্ষা করুন : দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

সিলেটস্থ ছাতকবাসীর প্রাণপ্রিয় সংগঠন দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের উদ্যোগে গতকাল ২৬ নভেম্বর শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যার প্রতিবাদে এক বিশার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি মহিবুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী সায়েম আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি সাদিকুর রহমান সাদিক, সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহিন, সাবেক প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি ফজলুর রহমান রাজু, উত্তর ছাতকের পক্ষে নজমুল হোসেন, পরিষদের বর্তমান সহ সভাপতি ফয়সল আহমদ বাবুল, বদরুল আলম লিটন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আবু শামীম, লিকছন মিয়া, মাওলানা সৈয়দুর রহমান, আশরাফুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম পাকি, আব্দুল্লাহ আল মামুন, আতিকুর রহমান, আব্দুর রহমান, সিলেট সদরের পক্ষে জালাল আহমদ, কালারুকার পক্ষে জহিরুল ইসলাম, দিরাইবাসীর পক্ষে মাওলানা মিজানুল হক, সুবিদবাজার বাসীর পক্ষে আবুল কাশেম, সুলেমান হুসেন চুনু, ব্যবসায়ী আব্দুল হালীম, ৫নং ওয়ার্ডের পক্ষে এরশাদ মিয়া, ২নং ওয়ার্ডের পক্ষে আব্দুল হামীদ, আবু জাবের, জকিগঞ্জের পক্ষে ফেরদৌস, ছাদিকুর রহমান, তাহিরপুরের পক্ষে এমদাদ, রুহুল আমীন, রেজাউল, আলী আজম খাঁন, এম.এইচ মিজান, সাজ্জাদুর রহমান জয়, ইমরান, শাহীনুর, কয়েছ আহমদ লিটন, জয়নাল, সাইদুর, আতিক, জাহাঙ্গীর প্রমুখ।
বক্তারা বলেন, মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যে দেশটির সামরিক বাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চলছে। বক্তারা অবিলম্বে মিয়ানমারে গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক স¤প্রদায়কে আহবান জানান। নেতৃবৃন্দ বাংলাদেশের সীমান্তে চলে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে না দিয়ে তাদের আশ্রয়ের জন্য সরকারের প্রতি জোরদাবী জানান। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট