শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের  ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে পরিক্ষা শুরু হয়।

দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ১৫৬৩টি আসনের বিপরীতে ৫৪,০৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় শাবি উপাচার্য কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানায় ভর্তি কমিটি।

সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৩৫জন শিক্ষার্থী লড়ছে। বিশ্ববিদ্যালয়সহ সিলেট নগরীর ৪২টি কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে এ ইউনিটের পরীক্ষা ২৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

ভর্তি পরীক্ষায় নিরাপত্তা বিধানে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। পরীক্ষার দিন চারজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

যেকোন ধরনের অসৎ উপায় অবলম্বনের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানান অধ্যাপক রাশেদ তালুকদার।

এদিকে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট