মায়ানমারে গণহত্যার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৬

মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করছে হেফাজত ইসলাম।

শুক্রবার জুমার নামাজের পর পৌনে ২টার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেয় হেফাজতকর্মীরা।

হেফাজতের বিক্ষোভ কর্মসূচির কারণে ওই এলাকার বেশকিছু সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে মতিঝিল বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার তারেক বিন রশীদ জানিয়েছেন।

তিনি বলেন, হেফাজতকর্মীদের বায়তুল মোকাররম থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়েছে।

হেফাজতকর্মীদের বিক্ষোভ-সমাবেশের কর্মসূচিতে জুমার নামাজের আগ থেকেই বায়তুল মোকররমসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট