২৪ নং ওয়ার্ডের জগন্নাথ জীউর আখড়ার গর্ভমন্দিরের উদ্বোধন করলেন মেয়র আরিফ

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মে ১৭, ২০২১

২৪ নং ওয়ার্ডের জগন্নাথ জীউর আখড়ার গর্ভমন্দিরের উদ্বোধন করলেন মেয়র আরিফ

সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সুপ্রাচীন ও একমাত্র ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ জীউর আখড়ার গর্ভমন্দিরের উদ্বোধন করেছেন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার সিলেট সিটি করপোরেশনের আর্থিক সহযোগিতায় নির্মিত ঐতিহ্যবাহী মন্দিরটির নামফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মন্দিরের এ অংশ শেষ করতে পেরে এলাকাবাসীর মতো তিনিও আনন্দিত। অতি অল্প সময়ের মধ্যে নাট মন্দিরের
অংশটিরও সৌন্দর্য বর্ধনসহ নির্মাণ কাজ আরম্ভ করবেন বলে আশা ব্যক্ত করেন।
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা মাধ্যমে আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ২৪ং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন বলেন, এ ওয়ার্ডে শায়িত আছেন সিলেটের প্রথম মুসলমান সৈয়দ গাজী বুরহান উদ্দিন। কয়েক গজের ব্যবধানে বুরহান উদ্দিন মাজার, মসজিদ এবং শ্রী শ্রী জগন্নাথ জীউর আখড়ার অবস্থান শুধু সিলেট নয় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্থানীয় মহিলা ওয়ার্ড কাউন্সিলর রেবেকা আক্তার লাকী। শিশির বিন্দু এবং নামব্রম দিপিকা’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, প্রকৌশলী সুমন চন্দ্র দেব, নামব্রম রতন কুমার সিংহ প্রমুখ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট