সিলেট জেলা মহানগর ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৬

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা দায়েরের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রহিমের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক এবং মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের মেধাবী শিক্ষার্থী আলী আকবর রাজনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ১৬ কোটি মানুষের নেত্রী। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আপোষহীন নেত্রী হিসেবে উপাধি পেয়েছিলেন। তিন তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ের কথা বলতে গিয়েই আজ সরকারের ষড়যন্ত্রে শিকার হচ্ছেন। নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়ার আন্দোলন চলবেই।

উক্ত মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, মহানগর ছাত্রদল নেতা আব্দুল আজাদ খান, লিয়াকত হোসেন, সাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, মহানগর ছাত্রদল নেতা সিরাজ পান্না, সামাদ আহমদ আকাশ, আব্দুল হামিদ চৌধুরী, মদন মোহন কলেজ ছাত্রদলের নেতা সাকিবুজ্জামান সাকিব, জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক ছাত্রদল নেতা সুলেমান বেগ, এম আর রাজু, সিলেট জেলা বন্ধু দলের আহবায়ক ছাত্রনেতা সাহান আল মাহমুদ খান, সদস্য সচিব নাজমুল হোসেন মুন্না, জেলা ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম। মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা ফয়সল আহমদ, এম ওয়ারিছ উদ্দিন, মো ইয়াইয়া, আসাদ উদ্দিন আসাদ, রাকিবুল হাসান সাকিল, জেলা ছাত্রদল নেতা আলতাফ হোসেন, মোস্তফা উদ্দিন, একে রাশেদ, নজমুল আলম, আশরাফুল ইসলাম, পাপ্পু আহমদ, শাহ আলম, সুমন আহমদ, হোসাইন আহমদ, শফিকুল ইসলাম, অংকুর ইসলাম, আরফিন অয়ন, ১৫,১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মাহবুব আলম, আরিয়ান, জাকারিয়া, আবির, রাহেল, মুন্না, জুয়েল, টুটুল, আজিজুল, সজিব, রাজু, সুমন, রাজ আহমদ, নাজমুল আহমদ, আশরাফ উদ্দিন, আলী হোসেন, হোসাইন আহমদ, সাঈদুর রহমান সুমন, গোলাম কিবরিয়ার সুমন, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা ফয়সল আহমদ, সানি আহমদ চৌধুরী, ফয়েজ আহমদ, জামিল আহমদ, ফারুক আহমদ, ফয়জুল কাদির, জামিল আহমদ, সুহেব আহমদ, জয়নাল আবেদীন খান, শামীম আহমদ, মহানগর ছাত্রদলে নেতা সালমান আহমদ চৌধুরী, মাসুদ রানা, সাগর ইসলাম, সায়মন ইসলাম, মোজাম্মেল আহমদ, কাজু আহমদ, রাসেল আহমদ, মুর্শেদ আলম, রাহিন আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট