১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ পূর্বাহ্ণ, মে ২, ২০২১
পানি না পাওয়ায় সিলেট নগরের সোনারপাড়ার বাসিন্দারা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, বেশ কিছুদিন ধরে তাদের এলাকায় পানির সংকট চরমে। আর রমজান মাসে তা আরও প্রকট আকার ধারণ করে। এ কারণে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।
শনিবার (০১ মে) রাত সাড়ে ১১টার দিকে সড়কের শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলে অবস্থান করে সড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় সড়কে আগুনও দেন বিক্ষোব্ধরা। তাদের অবরোধের কারণে সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন রাতে ঘরে ফেরা জনসাধারণ।
খবর পেয়ে সেখানে ছুটে যান সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং সংরক্ষিত কাউন্সিলর নাজনিন আক্তার কণা। এসময় তাদের আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
মেয়র আরিফ বলেন, তাৎক্ষণিকভাবে গাড়িতে করে হাহাকার করা মানুষের মাঝে পানি পৌঁছে দেবেন এবং রোববার (২ মে) দুপুরে নগরভবনে স্থানীয় কাউন্সলর এবং পানি শাখার কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করবেন। বৈঠকে সোনারপাড়া এলাকাবাসীর পানি সমস্যা নিরুপণ করা হবে দ্রুত সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D