সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সিলেট এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে বেলা সাড়ে ১০টার পর তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হন।

সিলেটে পৌঁছেই তিনি নগরীর আম্বরখানা দরগাহ মহল্লায় হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন। এরপর খাদিমনগরে জিয়ারত করবেন হযরত শাহপরাণ (র.) এর মাজার।

পরে শেখ হাসিনা সিলেটের জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশন সদর দপ্তরে ১১ পদাতিক ব্রিগেডসহ ৮টি ইউনিটের পতাকা উত্তোলন করবেন।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের উপদেষ্টা্ পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, সভাপতিমণ্ডীর সদস্য ফারুক খান, দলের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দলের যুগ্মসাধারণ সম্পাদক দীপু মনি, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সাংগঠিক সম্পাদক আহমেদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও খালিদ মাহমুদ চৌধুরী।

বিকেলেই সফর সঙ্গীদের নিয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট