৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬
জাতীসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে মোমেন সিলেট আসলে তাকে ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে মহানগর যুবলীগের নেতাকর্মীরা স্বাগত জানান।
এসময় তিনি যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়ন করতে যুবলীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তাই ২৩ নভেম্বর বুধবার শেখ হাসিনা ২য় বারের মতো সিলেটে আগমণে সর্বস্থরের নেতাকর্মীরা আনন্দ উলাসে মেতে উঠেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ নভেম্বর সিলেটে আগমণকে স্বাগত জানিয়ে বিমানবন্দর থেকে মিছিল বের করে দর্শন দেউরী পয়েন্টে গিয়ে শেষ হয়।
মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদ উজ্জামান আসাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে মোমেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, যুবলীগ নেতা বেলাল খান, এড. আফসর আহমদ, ডা. হুসেন মো. রবিন, মাছুম বিলাহ চৌধুরী, আনিছুজ্জামান আনিছ, আজাদ হোসেন, লাহিন আহমদ, সাজু ইবনে হান্নান খান, হুসেন আহমদ বাবু, ইমামুর রহমান লিটন, আনিছুর রহমান তিতাস, ফয়ছল আজাদ খান, রিয়াদ আহমদ রুবেল, সাকারিয়া হোসেন সাকির, এমদাদ হোসেন ইমু, সুমেল আহমদ, সাইদুর রহমান, মনা আহমদ, দিলোয়ার হোসেন দিলাল, আফজল হোসেন, জাহেদ আহমদ, দিদারুল আলম দিদার, আবির হাসান, মোনায়েম মখন, শাহনেওয়াজ, ইয়াছিন আহমদ, মারুফ মির্জা, রূপম আহমদ, হাসান আহমদ, ফয়েজ আহমদ, আরিফ চৌধুরী, আলমগীর, মইনুল ইসলাম, রাজন আহমদ, জামাল আহমদ প্রমূখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D