চিরনিদ্রায় শায়িত সাংবাদিক জাহিরুল হক চৌধুরী

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬

সিলেট থেকে প্রকাশিত দৈনিক বাণীর সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব জাহিরুল হক চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ যোহর নয়াসড়ক জামে মসজিদে নামাজে জানাজা শেষে হযরত মানিকপীর (র.) কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত সোমবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে নগরীর একটি বেসরকারি ক্লিনিকে ইন্তেকাল করেন আলহাজ্ব জাহিরুল হক চৌধুরী। তিনি নগরীর মিরাবাজার আগপাড়ার বাসিন্দা।
জানাজায় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়াসহ সিলেটের সর্বস্তরের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট