যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৮

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৮

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এবার ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। চলতি বছর ৪ মাসে বন্দুক হামলায় প্রাণ গেছে ১৮৭ জনের।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় দিবাগত রাতের ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেডএক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড গুলি চালানোর শব্দ শুনতে পান।

এ দিকে হামলা চালানোর পর বন্দুকধারী সেখানেই আত্মহত্যা করেন বলে জানান মার্কিন পুলিশ বিভাগের এক মুখপাত্র। ওই এলাকায় হামলার আর কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করে স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানান তিনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট