২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৬
সিলেটে আগামী ২৩ নভেম্বরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা স্থগিতের কারণ জানিয়ে প্রেস ব্রিফিং করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সোমবার দুপুর ১২টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতারা।
তাঁরা বলেন- আগামী ২৮শে ডিসেম্বর সারাদেশের জেলা পরিষদ্গুলোতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। যার তফসিল গত রবিবার বিকালে ঘোষণা করা হয়েছে। এ তফসিল অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনী এলাকাগুলোতে কোন জনসভা করা যাবে না। মুলত, জেলা পরিষদ নির্বাচনের তফসিল মেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জনসভা স্থগিত করেছেন। তবে ওইদিন তিনি সিলেটে আসবেন। হজরত শাহজালাল (র) ও শাহপরান (র) এর মাজার জিয়ারত করে জালালাবাদ সেনানিবাসের অনুষ্ঠানে যোগ দেবেন।
নেতৃবৃন্দ আরো বলেন- সারাদেশে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা চলছে। সিলেটে ২৩ নভেম্বর জনসভা করা হলে সমাপনী পরীক্ষার্থিদের কিছু অসুবিধা হত। এসব বিষয় বিবেচনা করেই শেখ হাসিনা নিজে এ জনসভা স্থগিত করার নির্দেশ দিয়েছেন।
প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D