তারেক রহমানের জন্মদিনে দক্ষিণ সুরমা যুবদলের কেক কাটা অনুষ্ঠান

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন-মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার প্রতিচ্ছবি হিসেবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানই হচ্ছেন বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক। তাই দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ক্ষমতাসীন অবৈধ সরকার তাঁর বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তারুন্যের অহংকার তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ।
রবিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবদল আয়োজিত কেক কাটা কর্মসুচী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা যুবদল নেতা মঈনুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও আব্দুল মোক্তাদির খান-এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, ১ম যুগ্ন সম্পাদক আব্দুল লতিফ খান, ১নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজির উদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা যুবদল নেতা শাহ জুনেদ আহমদ, সুরুজ আলী, আব্দুশ শহীদ মিয়া, সুমন আহমদ আনছার, হেলাল আহমদ মামুন, এমরান আহমদ, মহিম আহমদ, ইলিয়াস আলী, নুরুল হক এহিয়া, সেবুল আহমদ, আব্দুর রহমান খান মনসুর, রফিক আহমদ, আতিক মিয়া, রুমেল আহমদ, আব্দুল হাদী, হাসান আহমদ, শামসুল ইসলাম সাজু, ইয়াছিন মিয়া, মুন্না আহমদ, লিটন মিয়া, শাহিন, রুহুল আমিন ফাহিম, আব্দুল আহাদ, মামুন মিয়া, সোহেল আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সোহেল ইবনে রাজা ও মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য মাসুম পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে তারেক রহমানের ৫২তম জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ। তারপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট