অর্থমন্ত্রীর আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের জনসভার স্থল আজ রবিবার (২০ নভেম্বর) দুপুরে পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবু মাল আবদুল মুহিত।
এর আগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে পুনরায় নির্বঅচিত হওয়ার পর অর্থমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁকে সংবর্ধনা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জাতীসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.একে এ মোমেন, জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুিজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিজিত চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট