জঙ্গিবাদ নির্মূল করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ : এড. আফছর

প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৬

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে জেলা যুবলীগ নেতা ও ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদের নেতৃত্বে নগরীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর মিরবক্সটুলা থেকে মিছিলটি বের হয়। মিছিলে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিলপূর্ব বক্তব্যে এডভোকেট আফছর আহমদ বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে মৌলবাদী সন্ত্রসীদের কোন স্থান নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও মৌলবাদ নির্মূল করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট