“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব ”

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১

“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব ”

“করোনাকালে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব ”-এই প্রতিপাদ্য নিয়ে ইউসেপ সিলেট রিজিয়ন তার সাধারণ বিদ্যালয় ও কারিগরি বিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ পালন করে।

নারী দিবস উপলক্ষে কিক ইউসেপ সোলায়মান চৌধুরী বালুচর স্কুলে একটি বিশেষ অনুষ্ঠান ‘নারী মেলা’-র আয়োজন করা হয় যেখানে বিভিন্ন শ্রেণি পেশার সফল নারী ব্যক্তিত্ব অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উ্পস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় তথ্য অফিসের পরিচালক (উপসচিব) জুলিয়া যেসমিন মিলি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জায়েদা শারমিন । অনুষ্ঠানে উক্ত স্কুলের প্রায় ২০০ জন নারী শিক্ষার্থী উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট