সিলেটে ছাত্রদলের মিছিল সমাবেশ

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৬

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর এবং মদন মোহন বিশবিদ্যালয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার (১৯ নভেম্বর) নগরীর সুবিদবাজার ও আম্বরখানায় মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজের সভাপতিত্বে ও সাবেক সভাপতি এবং মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকিরের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে কাজী মেরাজ বলেন, অবৈধ আওয়ামী সরকার জাতীয়তাবাদী পরিবারকে ধ্বংস করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণতন্ত্র রক্ষা ও দেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করে যাচ্ছে। তিনি বলেন অবিলম্বে সকল স্বৈরাচারী মনভাব পরিহার করে বিএনপিকে রাজধানীতে সমাবেশ করার সুযোগ দিন এবং বিএনপির চেয়ারপার্সন বাংলাদেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার উপর থেকে সকল ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার করুন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জেহিন আহমদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য হারুনুর রশিদ হারুন, আলী আকবর শিপন, মজিদ আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সেফুল, জেলা ছাত্রদল নেতা আহমদ মোহন, জেলা ছাত্রদলের সহ-আর্ন্তজাতিক সম্পাদক রুবেল আহমদ, মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য জাহেদ তালুকদার, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য রুমন চৌধুরী, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা রাহিয়ান চৌধুরী রাহি, রাজন মিয়া, হুসেইন আহমদ, রায়হান খান, তারেক আহমদ, রিপন আহমদ, বাবুল আহমদ, নাহিদ আহমদ, শরীফ আহমদ, ফয়সল আহমদ, আকতার আহমদ, নুরুল আহমদ, আবির দেব, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, রাজেদ হোসেন, জায়েদ হোসেন, আফরোজ মিয়া, কাওসার আহমদ আবুল হাসান, জাকির আহমদ, কাহার আহমদ রানু, জহিরুল আমিন ফাহিম, নাবিল আহমদ, ইকবাল আহমদ, তারেক আহমদ, সুজন আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট