৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১
সিলেট নগরীর চৌহাট্টায় বুধবারের সংঘর্ষের ঘটনায় ১৭ জনের নামোল্লেখপূর্বক অজ্ঞাত ১০০-১৫০ শ্রমিকের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা হয়েছে। কোতয়ালী থানার ওসি এসএম আবু ফাহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই সংঘর্ষের ঘটনায় থানার এস আই ডিবলু ও একজন কনস্টেবল আহত হন। এজন্য পুলিশ বাদী হয়ে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
অবৈধভাবে গড়ে উঠা মাইক্রোবাস ও প্রাইভেট কার স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে বুধবার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার বেলা বেলা সাড়ে ১২টার দিকে সিসিক কর্মী ও পুলিশের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়বেশ কিছু প্রাইভৈট কার ও মাইক্রোবাস ভাংচুর করা হয়। হামলায় দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D