সিলেটে জুয়ার আঁস্তানায় পুলিশের অভিযান, আটক ৪

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

সিলেট নগরীর লালাদিঘীরপাড়ে অবৈধ তীর খেলার আঁস্তানা থেকে নগদ টাকাসহ ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত জুয়াড়িরা হচ্ছে- দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজারের রায়পুরের এলাই মিয়ার পুত্র মোঃ জামিল হোসেন (২৭) , কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানাধীন সোনাদিঘীর পূর্বপাড়ের মৃত হিরন মিয়ার পুত্র মোঃ খায়রুল ইসলাম (২৫), একই থানার খয়ারপুর গ্রামের মৃত নুর হোসেনের পুত্র আরজ মিয়া (৪৮) ও নগরীর ঘাসিটুলা সবুজসেনা আবাসিক এলাকার মঈন উদ্দিন আহমদের পুত্র মোঃ জাহেদ আহমদ (২৫)। আটকৃকদের হেফাজত হতে নগদ এক লক্ষ একচল্লিশ হাজার তিনশত পঁচাত্তর টাকা, অবৈধ তীর শিলং জুয়া খেলার সরঞ্জামাদি হিসেবে আটটি রেজিস্ট্রার বই, ৪৫টি টোকেন বইসহ বিভিন্ন সরঞ্জামাদি পাওয়া গেছে। আটককৃতরা জুয়া সিন্ডিকেটের প্রধান হিসেবে লালাদিঘীরপাড়ের শাহজাহান’র (৪৫) নাম প্রকাশ করে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত কওে বলেন- অবৈধ তীর শিলং খেলার বিরুদ্ধে মহানগর গোয়েন্দা শাখা ইতিমধ্যে অনেক অভিযান পরিচালনা করে খেলার পরিচালনাকারীসহ জুয়াড়িদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে এবং ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট