প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর এক আলোচনা সভা গতকাল ১৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর সভাপতি মোঃ জয়নুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের পরিচালনা আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক চীফ রিপোটার, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক আহমদ, সহ সভাপতি ছানার মিয়া সাকিব ও মকসুদ আহমদ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, আশিক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সুহেল রানা, আজিম উদ্দীন, আলী আহমদ রনি, প্রচার সম্পাদক ফটো সাংবাদিক সোহেল আহমদ, অর্থ সম্পাদক উজ্জল হোসেন, সদস্য- আলমগীর হোসেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আবু বকর। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক মোবারক হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইমরান হোসেন, জাহেদ খান, কবির হোসেন, জিলু আহমদ, শহিদ আহমদ, আশিক আহমদ, কবির হোসেন, শামসুজ্জামান, আপন তাহসান, নাজমুল হক, আব্দুল্লাহ নিজাম, সিদ্দিকুর রহমান, ইমন আহমদ, শামসুজ্জামান, জয়নাল আবেদীন, নবদ্বীপ দাশ, তারেক জামিল, আলী বাহার, নুরুজ্জামান চৌধুরী, সাজিদ সুহেল প্রমুখ।
প্রধান অতিথি সাংবাদিক সিরাজুল ইসলাম বলেন, সিলেটকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে ঐক্যের বিকল্প নেই। গত কয়েক বছরে আধ্যাত্মিক নগরী সিলেটে নতুন নতুন পর্যটন স্পট গড়ে উঠেছে। আমাদের যুবসমাজকে দক্ষ ও সঠিকভাগে গড়ে তুলতে পারলে দেশকে দ্রæত এগিয়ে নেওয়া সম্ভব। -বিজ্ঞপ্তি

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট